মোঃ আল আমিন আকন, পটুয়াখালী
শ্মশান দীপাবলি উপলক্ষে পটুয়াখালী মহাশ্মশানে শনিবার ১১ নভেম্বর ২০২৩ খ্রিঃ সন্ধ্যায় মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
মহাশ্মশানে স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রতিবছরের মতো এবারও জমায়েত হয়েছেন পূজা-অর্চনার জন্য। স্বজনরা মনে করেন প্রয়াতদের সমাধিতে পূজা-অর্চনা করলে তাদের আত্মা শান্তি পায়। পাশাপাশি এ সময় অনেকেই মৃতদের পছন্দের খাবার সমাধিতে রেখে উৎসর্গ করেন। তাই স্বজনদের সমাধিতে কেউ মোমবাতি, প্রদীপ প্রজ্জ্বলন করেন। আবার কেউ কেউ মৃত ব্যক্তির পছন্দের খাবার দিয়ে নৈবেদ্য সাজিয়ে স্মরণ ও আত্মার শান্তি কামনা করেন। এদিকে মৃত ব্যক্তিদের স্বজনরা যারা দেশে থাকেন না। সেসব মৃত ব্যক্তিদের সমাধিগুলোকে কমিটির উদ্যোগে দীপাবলি উৎসবের দিন সন্ধ্যায় মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
যদিও সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও শশ্মানে অনেকেই দীপাবলির আয়োজন দেখতে আসেন। এদিকে প্রতিবছরের মতো এবারও স্বজনদের সমাধিতে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের জন্য স্বজনরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
প্রায় ৫০ বছরের পুরানো এই মহাশ্মশানের অবস্থান তবে এর আগে শশ্মান থাকলেও এতো যাকযমক ভাবে দীপাবলি হতো না। যেখানে আনুমানিক ৫ হাজারের মতো কাঁচা ও পাকা সমাধি রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে শ্মশান দিপাবলী এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও র্যাবসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন শ্মশান কমিটির স্বেচ্ছাসেবক।
অপরদিকে ধর্মীয় এ অনুষ্ঠান নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম।