ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে ১ টি স্টিল নৌকাসহ ৩১টি ভারতীয় গরু আটক Logo পবায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ Logo ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি: এক শিক্ষক বরখাস্ত, অপরজনকে শোকজ Logo চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া মানে বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া: কিশোর মাহবুবানি Logo অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে চীনের কৌশল: সি চিন পিংয়ের প্রবন্ধে বিশ্লেষণ Logo চীনে আমদানি-রপ্তানিতে গতি, অর্থনীতিতে ইতিবাচক সংকেত Logo রিয়াদে চীন-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ Logo ১৭ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পরদিন, রাষ্ট্র গঠন ও যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্গঠনের প্রথম দিন Logo সুবিদাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিটি শিশুর মাঝেই আজীবন বেঁচে থাকবেন শেখ রাসেল: বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি (Major General A K M Nazmul Hasan, BAM, ndc, psc) বলেন,শেখ রাসেল ছিলেন প্রাণচঞ্চল, বন্ধুবৎসল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী।প্রতিটি শিশুর মাঝেই শেখ রাসেল বেঁচে আছে এবং আজীবন বেঁচে থাকবেন। তিনি বলেন, শেখ রাসেলের শিশুসুলভ অনন্য ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তিনি রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আজ বাঙালি জাতির জন্য একটা বিশেষ দিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। দিনটি একদিকে যেমন আনন্দের, তেমনি অত্যন্ত দুঃখেরও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা অপ্রত্যাশিতভাবে ইতিহাসের জঘন্যতম ও নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন। বাদ যায়নি ১০ বছরের নিষ্পাপ নির্মল শিশু শেখ রাসেলও। পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতম ঘটনা বিরল।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, শিশুদের অধিকার রক্ষায়, বিশেষ করে শিশু পাচাররোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন-ভবিষ্যতে আর কোনো শিশু যেন পাচারের শিকার না হয়, বাবা-মা থেকে দূরে সরে না যায়, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়-এটাই হবে আজকের দিনের দৃপ্ত শপথ। ভবিষ্যতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে বিজিবি’র প্রতিটি সদস্য সবসময়ই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে-এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পিলখানায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বিজিবি মহাপরিচালক পিলখানায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সীমান্ত সম্মেলন কেন্দ্রে এক বিশেষ দোয়া মাহফিল, *’একটি স্বপ্নের নাম-শেখ রাসেল’* শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে বিজিবি মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং শেখ রাসেলসহ ৭৫’র ১৫ই আগস্ট শাহাদতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ এবং বিজিবি’র ২জন বীরশ্রেষ্ঠসহ আত্মোৎসর্গকারী ৮১৭ জন বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর ছাড়াও সারাদেশে বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বিশেষ দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক, সকল অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

SBN

SBN

প্রতিটি শিশুর মাঝেই আজীবন বেঁচে থাকবেন শেখ রাসেল: বিজিবি মহাপরিচালক

আপডেট সময় ১০:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি (Major General A K M Nazmul Hasan, BAM, ndc, psc) বলেন,শেখ রাসেল ছিলেন প্রাণচঞ্চল, বন্ধুবৎসল ও নির্মল ব্যক্তিত্বের অধিকারী।প্রতিটি শিশুর মাঝেই শেখ রাসেল বেঁচে আছে এবং আজীবন বেঁচে থাকবেন। তিনি বলেন, শেখ রাসেলের শিশুসুলভ অনন্য ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

তিনি রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আজ বাঙালি জাতির জন্য একটা বিশেষ দিন। ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। দিনটি একদিকে যেমন আনন্দের, তেমনি অত্যন্ত দুঃখেরও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা অপ্রত্যাশিতভাবে ইতিহাসের জঘন্যতম ও নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন। বাদ যায়নি ১০ বছরের নিষ্পাপ নির্মল শিশু শেখ রাসেলও। পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতম ঘটনা বিরল।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, শিশুদের অধিকার রক্ষায়, বিশেষ করে শিশু পাচাররোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন-ভবিষ্যতে আর কোনো শিশু যেন পাচারের শিকার না হয়, বাবা-মা থেকে দূরে সরে না যায়, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়-এটাই হবে আজকের দিনের দৃপ্ত শপথ। ভবিষ্যতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে বিজিবি’র প্রতিটি সদস্য সবসময়ই আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে-এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পিলখানায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছোট ভাই শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বিজিবি মহাপরিচালক পিলখানায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সীমান্ত সম্মেলন কেন্দ্রে এক বিশেষ দোয়া মাহফিল, *’একটি স্বপ্নের নাম-শেখ রাসেল’* শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে বিজিবি মহাপরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং শেখ রাসেলসহ ৭৫’র ১৫ই আগস্ট শাহাদতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ এবং বিজিবি’র ২জন বীরশ্রেষ্ঠসহ আত্মোৎসর্গকারী ৮১৭ জন বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর ছাড়াও সারাদেশে বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বিশেষ দোয়া, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠানে বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক, সকল অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।