ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাণের মেলা

প্রাণের মেলা
আব্দুস সাত্তার সুমন

শুরু হলো প্রানের মেলা
সোহরাওয়ার্দীনের মাঠে,
কাব্য, কবিতা, গল্প, উপন্যাস
মুক্ত মঞ্চের পাঠে।

ফেব্রুয়ারীর মাসটি জুড়ে
মেলার আয়োজন,
সাইন্স ফিকশন, ইতিহাসে
ভরিয়ে দেবে মন।

কবি, লেখকের স্বপ্ন গাঁথা
হাজার ঘটনার ঝুড়ি,
রূপকথা, সত্য, মিথ্যার
নেই তো তাহার জুড়ি।

ছন্দে ছন্দে ছড়ার কবিতা
বইমেলার প্রাণ,
নতুন, পুরাতন লক্ষ্য বইয়ের
ছড়িয়ে দিবে ঘ্রাণ।

নবীন, প্রবীণ, শিশু, কিশোর
প্রাণের মেলায় এসে,
ঘুরেফিরে কিনবে বই
আপন ভালোবেসে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণের মেলা

আপডেট সময় ০৯:১৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

প্রাণের মেলা
আব্দুস সাত্তার সুমন

শুরু হলো প্রানের মেলা
সোহরাওয়ার্দীনের মাঠে,
কাব্য, কবিতা, গল্প, উপন্যাস
মুক্ত মঞ্চের পাঠে।

ফেব্রুয়ারীর মাসটি জুড়ে
মেলার আয়োজন,
সাইন্স ফিকশন, ইতিহাসে
ভরিয়ে দেবে মন।

কবি, লেখকের স্বপ্ন গাঁথা
হাজার ঘটনার ঝুড়ি,
রূপকথা, সত্য, মিথ্যার
নেই তো তাহার জুড়ি।

ছন্দে ছন্দে ছড়ার কবিতা
বইমেলার প্রাণ,
নতুন, পুরাতন লক্ষ্য বইয়ের
ছড়িয়ে দিবে ঘ্রাণ।

নবীন, প্রবীণ, শিশু, কিশোর
প্রাণের মেলায় এসে,
ঘুরেফিরে কিনবে বই
আপন ভালোবেসে।