মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টিভি‘র’ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ কবির সরকার এর আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারন(ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী কাইয়ুম সরকার ।
এসময় ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি ইমাম রেজা, সাংগঠনিক সম্পাদক ডাঃ সোলায়মান মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজগার আলী, প্রচার সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম, ক্রিড়া সম্পাদক সৈয়দ সিরাজুল হক রিপন, সদস্য আশরাফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।