
প্রতি বছরের ন্যায় এবারো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন “লুমেলিসা” সংগঠনের আয়োজকরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বীরমুক্তিযোদ্ধা ও সমাজসেবক মোঃ মহসীন চৌধুরীর সভাপতিত্বে এবং ‘লুমেলিসা’ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মুশফিকুর রহিম (লিও)’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল কবীর, পরিচালক, স্থানীয় সরকার, রংপুর বিভাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ও দিনাজপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাইয়েদুল হক।
লুমেলিসা সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ লিও বলেন, প্রতি বছর আমাদের সংগঠনের উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এবছর আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা ৫ শত কম্বল আজকে বিতরণ করছি। তন্মধ্যে ১৯ জন প্রতিবন্ধি রয়েছে যাদেরকেও কম্বল দেয়া হয়েছে। দুস্থ ও প্রতিবন্ধি লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এসব কম্বল তালিকা অনুযায়ী নাম ধরে ধরে ডেকে প্রদান করা হয়।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।