মোহাম্মদ আজগার আলী, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মোক্তারপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ‘শামীম মেম্বার হা ডু ডু টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা গত (২৬ নভেম্বর) শনিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘শামীম মেম্বার হা ডু ডু টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলায় খয়েরবাড়ী ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম, জেলা পরিষদ মহিলা সদস্যা হাসিনা বেগম, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুশ সাকির বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়নের মেম্বার মোঃ শামীম হোসেন প্রমূখ।
ফাইনাল খেলা ফুলবাড়ী আলাদিপুর ইউনিয়ন ও বিরামপুর খানপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বিরামপুর খানপুর ইউনিয়নকে ৩০-৬৭ পয়েন্ট হারিয়ে ফুলবাড়ী আলাদিপুর ইউনিয়ন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে গরু ও বিজিতদের মাঝে খাসি তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
হাডুডু খেলার উদ্যোক্তা ও খয়েরবাড়ী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন বলেন, হা ডু ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন আর হয় না। এতে করে খেলাটি একপ্রকার বিলুপ্ত হতে বসেছে। খেলাটির ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। আগামীতেও হা ডু ডুসহ দেশিয় খেলাগুলোর আয়োজন করা হবে।