মোঃ শরিফুল ইসলাম রাজু
ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে সর্বাত্মক পালিত হচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচির ২য় দিন।
বুধবার (১ নভেম্বর) কর্মসূচির ২য় দিন ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও এ জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।
তবে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় রিকশা, সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন অভ্যন্তরীণ পরিবহন চলতে দেখা গেছে।
অবরোধে সমর্থনে জেলা বিএনপির যুগ আহব্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে শহরের তাকিয়া রোড়ে ও শহর জামায়াতের সেক্রেটারী মো. ইলিয়াসের নেতৃত্বে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেট এলাকায় এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এলিনের নেতৃত্বে পৃথক ৩টি মিছিল বের করে সড়ক প্রদক্ষিন করে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় অবরোধে সমর্থনে টায়ার পুড়িয়ে পিকেটিং এর সময় এক যুবদল কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলমের নেতৃত্বের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
এছাড়া ফেনী রেলওয়ে স্টেশনে গিয়ে জানা যায়,সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। এছাড়া সুবর্ণা ও মেঘনা ট্রেনও অতিক্রম করেছে।ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশান মাস্টার।
শহরের ট্রাংক রোড, মহিপাল, শান্তি কোম্পানি রোডসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবি টহল অব্যাহত রয়েছে। সকাল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরন ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মাঠে রয়েছে।সড়ক-মহাসড়কে বিজিবি ও র্যাবের ৭/৮টি মোবাইল টিম টহলে রয়েছে পরিস্থিতি সামাল দিচ্ছে।