
ফেনী জেলার দাগনভূঞা থানায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক মামলার আসামী ওয়ারেন্ট মূলে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করেন দাগনভূঞা থানা পুলিশ।
গ্রেফতার হওয়া আসামি হলেন, ফেনী জেলার দাগনভূঞা থানার ইয়াকুবপুর গ্রামের মোঃ শাজাহান এর ছেলে রেজাউল হক প্রকাশ মামুন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম গ্রেফতার বিষয়ে নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে ২৬৮/২১ এর পরোয়ানা রয়েছে, এছাড়াও
উক্ত আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানা ও কোম্পানীগঞ্জ থানায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদক মামলা রয়েছে। আসামিকে গ্রেফতার পর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।