মোঃ শরিফুল ইসলাম রাজু
ফেনী জেলা প্রতিনিধি
ভুক্তভোগী উজ্জল বৈদ্য পেশায় একজন ব্যবসায়ী এবং ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সি নামীয় ট্রাকের মালিক। গত ০২ নভেম্বর ২০২৩ইং রাত আনুমানিক ০৪.১০ ঘটিকায় ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা তিনদিনের অবরোধের শেষ দিনে অজ্ঞাতনামা ১৫/২০ জন নাশকতাকারী রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। তাদের হাতে থাকা লাঠি-সোটা দিয়ে যানবাহন ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সি নামীয় একটি ট্রাক চট্টগ্রাম হতে ঢাকাগামী মহসাড়কের বাম পাশে সাইড করে গতি সীমিত করে ঘুরানোর সময় বর্ণিত নাশকতাকারীরা উক্ত ট্রাকে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠি-সোটা দিয়ে ট্রাকটি ভাংচুর করে। পরবর্তীতে নাশকতাকারীরা প্লাস্টিকের বোতলে রক্ষিত পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দ্বারা ট্রাকে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাৎক্ষনিক সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
উক্ত ঘটনায় ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির মালিক উজ্জল বৈদ্য (৫৪) বাদী হয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭/৫৯৪, তারিখ-০২ নভেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫ (৩)।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ রুবেল (৩০) ফেনী জেলার ফেনী মডেল থানাধীন বিরিঞ্চি এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল শনিবার (০৪ নভেম্বর) ২০২৩ ইং রাত আনুমানিক ৪ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ রুবেল (৩০), পিতা- মোঃ কমু মিয়া, সাং-ফছি ফকির বাড়ি, থানা-ফেনী সদর, জেলা- ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত নাশকতাকায় সরাসরি অংশগ্রহণ করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে অন্যান্য সহযোগীসহ পূর্ব পরিকল্পনা মোতাবেক মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃস্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতার কথা স্বীকার করে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামি মোঃ রুবেল এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় অস্ত্র, হত্যার চেষ্টা, ডাকাতি, চুরি, সরকারী সম্পত্তির ক্ষতিসাধন এবং বেআইনী সমাবেশসহ মোট ০৭ টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।