মোঃ শরিফুল ইসলাম রাজু
ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, প্রান্তিক কৃষক গোলাম মাওলা ও আবু সায়েদ রুবেল প্রমুখ।
ওই সময় উপজেলার ৭ হাজার ৭ শত ৭৮ জন কৃষকের মাঝে বীজ, ও প্রতি জনকে ২০ কেজি সার বিতরন করা হয়।