
ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক ৬২ বোতল ফেন্সিডিল, ৫৫ পিস ভারতীয় শাড়ি ও পলাতক আসামীদর ফেলে যাওয়া ২০ কেজি গাঁজা উদ্ধার সহ ০২ আসামী গ্রেফতার।
থানা সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান এর দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, ছাগলনাইয়া সার্কেল মোঃ মাহমুদুল হাসান মামুন এবং ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আরিফুর রহমান, এসআই মোঃ মহিম উদ্দিন, এএসআই সুলতান মাহবুব, এএসআই মোঃ মশিউর রহমান, এএসআই মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন। গ্রেফতার হওয়া আসামিরা হলেন, উত্তর বল্লভপুর গ্রামের মীর হোসেনের ছেলে মোঃ সোহেল রানার হেফাজত হইতে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অপর আসামি হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম জয়পুর গ্রামের কবির আহম্মদ এর ছেলে মোঃ করিমুল হক এর হেফাজত হইতে ৫৫পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামীদের ফেলে যাওয়া ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার পূর্বক মালামাল জব্দসহ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।