ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু Logo ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু Logo শাহরাস্তিতে মহাসড়কের পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বাগেরহাটে তিন পৌরসভার ১২ কর্মচারীকে একযোগে বদলি Logo আস্তানায় সি চিন পিং কে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রেসিডেন্ট টোকায়েভ Logo চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো Logo চীন ও মধ্য এশিয়া আন্তর্জাতিক সম্পর্ক মডেল হয়ে উঠেছে Logo দুই দেশেরই উচিৎ সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি রোধ করা : বেইজিং Logo নরসিংদী সদর করিমপুরে ‘আল- ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলার কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্ভোধন Logo মোরেলগঞ্জে বিএনপির সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৫২’জনের বিরুদ্ধে মামলা

ফেনীতে ৩ মাদক কারবারী আটক, পায়ূপথে পেট থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীতে পেটের ভেতরে করে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ চাড়িপুর অংশের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে অপসারণ করে ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন দ্বীন মোহাম্মদ সাগর ( ১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)। আটককৃতরা সকলে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, তল্লাশীর সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে বিশেষ কায়দায় পেটের ভেতর করে তারা ইয়াবা পাচার করছে। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তাদের পেটে দানাদার বস্তু দেখা যায়। পরবর্তীতে আসামিদের থানায় নিয়ে বিশেষ কৌশলে তাদের পেট থেকে ছোট ছোট পোটলা আকারে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফেনী মডেল থানাধীন এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা কলা খাওয়ার মাধ্যমে বিশেষ কায়দায় পেটে ইয়াবা বহন করে। পরবর্তীতে পায়ুপথ দিয়ে বিশেষ কৌশলে তাদের পেটে থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা জানিয়েছে এসব ইয়াবা তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে থাকে। আসামিদের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি৷

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

SBN

SBN

ফেনীতে ৩ মাদক কারবারী আটক, পায়ূপথে পেট থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় ১১:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

ফেনী প্রতিনিধি

ফেনীতে পেটের ভেতরে করে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ চাড়িপুর অংশের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে অপসারণ করে ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন দ্বীন মোহাম্মদ সাগর ( ১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)। আটককৃতরা সকলে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, তল্লাশীর সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে বিশেষ কায়দায় পেটের ভেতর করে তারা ইয়াবা পাচার করছে। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তাদের পেটে দানাদার বস্তু দেখা যায়। পরবর্তীতে আসামিদের থানায় নিয়ে বিশেষ কৌশলে তাদের পেট থেকে ছোট ছোট পোটলা আকারে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফেনী মডেল থানাধীন এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা কলা খাওয়ার মাধ্যমে বিশেষ কায়দায় পেটে ইয়াবা বহন করে। পরবর্তীতে পায়ুপথ দিয়ে বিশেষ কৌশলে তাদের পেটে থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা জানিয়েছে এসব ইয়াবা তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে থাকে। আসামিদের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি৷