মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
শনিবার বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেনীর তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন একাধিক মনোনয়ন প্রত্যাশী।
শনিবার (১৮ নভেম্বর) সকালে ফেনী-২ (সদর) আসনে দলীয় মনোনয়ন ফরম নেন ফেনী জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি,এসময় সাথে ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদসহ দলীয় নেতা কর্মীরা।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন সাবেক সাংসদ ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি হাজি রহিম উল্যাহ ও তার সহধর্মিণী পারভিন আক্তার,সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড,রফিকুল ইসলাম খোকন।
অপরদিকে ফেনী -১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) নির্বাচনী এলাকা থেকে দলীয় মনোনয়ন ফরম নেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটৌকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উল হায়দার চৌধুরী সোহেল, পোর্ট লিংক গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।