বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জাহিদুল ইসলাম নামে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলুভর্তি ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের চালক জাহিদুল ইসলাম নিহত হয়। খবরে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত ট্রাকচালকের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে। বিষয়টি বঙ্গসেতু পূর্ব থানার এসআই সলিমুদ্দিন নিশ্চিত করেছেন।