সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
বরগুনা ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজা সহ শানু হাওলাদার (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৪ই জুলাই রাত আটটার সময়ে বরগুনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম এর নেতৃত্বে এস আই ইমাম হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বরগুনা নতুন বাসস্ট্যান্ড হতে মোঃ শানু হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শানু হাওলাদার সদর উপজেলার ৪নং ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের পুত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
বরগুনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বশির আলম জানান,আজ রাড আটটার সময়ে ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে বরগুনার নতুন বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।