মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় ৭ই জুন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে “মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩’ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সাবরিনা আফরিন মুস্তাফা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পুষ্ঠি সমন্বয় কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: কামরুল হাসান সোহেল,উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কামরুল হাসান রনি, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ইকরাম, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, ব্র্যাক, বরুড়া শাখার এরিয়া ম্যানেজার, আমজাদ হোসেন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সিফাত সালেহ, মেডিকেল অফিসার (রোগ-নিয়ন্ত্রণ) ডা: তানজিম মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডা: নূরেন তাসকিন তুলি, ডা: মোহাম্মদ নওশাদ আবসার, ডা: মো: রাইসুল হাসান, ডা: মো: এনামুল হক সাকিব, ডা: ভাস্কর কিশোর মহলানবিশ, ডা: মো: ফয়সাল হোসেন, ডা: মোহাম্মদ নওশাদ আবসার, মেডিকেল অফিসার (এমও – এম সি এইচ) ডা: শামীমা আক্তার সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: নূরেন তাসকিন তুলি। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সিফাত সালেহ। বক্তব্যে সবাই আগামীর প্রজন্মকে একটি সুস্থ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে জন্মের শুরু থেকেই গর্ভে বেড়ে উঠা শিশুর পুষ্টি নিশ্চিতকল্পে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করতে হবে, জন্মের পরপরই নবজাতককে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে, ৬ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, ৬ মাসের পর বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, কৈশোর কালীন সময়ে কিশোর-কিশোরীদের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার নিশিত করার উপর জোর দিতে বলেন।আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা সভার সমাপ্তি ঘোষণা করেন।