
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ লা নভেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা কাজল রেখা, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, রক্তঋণ সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মমিন উল্লাহ ভুইঁয়া, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এদিন জাতীয় যুব দিবসে রক্তঋণ সামাজিক সংগঠন, ওরাই আপনজন সামাজিক সংগঠন, ফ্রেন্ডস ব্লাড ব্যাংক, মাদক প্রতিরোধ কমিটি, ধুমপান মুক্ত বরুড়া চাই সংগঠন, অসহায়দের পাশে টিম বরুড়া, কেমতলী আলো পাঠাগার, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ যুব ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এদিন জাতীয় যুব দিবস উপলক্ষে ২২ জন যুব ও যুব মহিলাদের মাঝে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার টাকার সমপরিমাণ ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।