
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে ১৪৩১ বাংলা বর্ষবরণ (১ লা বৈশাখ) পালিত হয়েছে।
সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ষবরণের র্যালী বের করা হয়।
র্যালী শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান মনির, যুগ্ন সচিব মোঃ শাহ আলম, দায়রা জর্জ কেশব রায় চৌধুরী, অতিরিক্ত জেলা জর্জ রহমত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, উপ-সচিব নিলিমা আফরোজ লিপি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন, প্রচার সম্পাদক এমডি আজিজুর রহমান, বরুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মোতাহার হোসেন সেলিম, থানা প্রেসক্লাবের সভাপতি খন্দকার সোহেল, সাধারণ সম্পাদক মোঃ সুজন মজুমদার, যায় যায় দিন বরুড়া প্রতিনিধি মাসুদ মজুমদার, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, স্বর্ণ ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, তলাগ্রাম উচ্চ বিদ্যালয় শিক্ষক তপন কৃন্ষ বনিক, শাকিলা জামান, তুহিন আহমদ প্রজন্ম প্রমুখ।
দিন ব্যাপী উপজেলা পরিষদ ছিলো মুখরিত। কয়েকটি ভাসমান দোকান বসে উপজেলা চত্বরে।
সব মিলিয়ে দিন ব্যাপী ছিলো বৈশাখী অনুষ্ঠান।