
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়াায় উপজেলা প্রশাসনের উদ্যেগে ৩১ মে ২৩ ইং তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আর এম ও ডাঃ সিফাত সালেহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক ওমর ফারুক, মাদক মুক্ত বরুড়া চাই এর সভাপতি কবি সোহেল রানা, ওরাই আপনজন সংগঠনের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হেকিম মোঃ আবদুল কাদের, ও বরুড়া সরকারি বালিকা বিদ্যালয়ে এক শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে একটি র্্যালী অনুষ্ঠিত হয়।
একই দিন দুপুরে মাদক মুক্ত বরুড়া চাই সংগঠন এর উদ্যেগে বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লা সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী ইন্জিনিয়ার মোঃ জহির উদ্দিন, ইচ্ছা মানব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ ইসরাফিল, সোহাগ মোল্লা, আবদুল কাদের সহ অনেকে। আলোচনা সভা শেষে শহীদ মিনার থেকে বরুড়া বাজারে একটি র্্যালী বের করা হয়।