
কুমিল্লার বরুড়া ১৭ মার্চ ২৩ ইং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক রুরাল পাইপড ওয়াটার স্কীম প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় বরুড়া উপজেলায় রুরাল পাইপড ওয়াটার স্কীম প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল।
আড্ডা ইউনিয়ন আওয়ামীললীগের সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নূর মোহাম্মদ শামীম, আড্ডা ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাদল, বরুড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ নাজমুল হুদা রতন, ইউপি আওয়ামী লীগ সেক্রেটারি মোঃ কামাল মজুমদার, সাংবাদিক সলিল বিশ্বাস, বেলাল হোসে প্রমুখ।
প্রকল্পটি বাস্তবায়ন সম্পূর্ন হলে উক্ত এলাকার ৫ কিমি এলাকার মানুষ উপকৃত হবে। প্রকল্পের জন্য সাড় ৭ শতক জমি দান করেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।