মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ার মেড্ডা জামি’আ মাতিনিয়া দারুল উলুম মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫ই মে সোমবার সকাল ৯ঘটিকায় জামি’আ মাতিনিয়া দারুল উলুম মেড্ডা মাঠ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাগড়ী প্রদান করেন, জামিয়া ইসলামিয়া ইবরাহীমিয়া উজানী কচুয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি শাইখুল হাদিস আল্লামা নোমান ইবনে মাদানী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আবদুল মতিন।
মাদ্রাসার পরিচালক তোফায়েল আহমেদ সোহেলের সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলমগীর হোসেন, মোঃ দেলেয়ার হোসেন, রুচি বিলাস এন্ড চাইনিজ রেস্টুরেন্টে স্বত্বাধিকারী খোরশেদ আলম, ঝলম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ এনামুল হক, মোঃ শাহ আলম প্রমুখ।
এদিন অনুষ্ঠানে মুহাঃ বায়জিদ বোস্তামী পিতা- বেলায়েত হোসেন, মুহাম্মদ ওমর ফারুক পিতাঃ- আবদুল মান্নান পানিপাড়া, মুহাম্মদ তাওশীন হাবিব পিতা- মফিজুল ইসলাম আকানীয়া, মুহাম্মদ গোঃ রাব্বি পিতা- এবাদুল্লাহ মুকুন্দপুর, মুহাম্মদ নাঈমুল ইসলাম পিতা- গিয়াস উদ্দিন আকনিয়া, মুহাম্মদ মাসউদ পিতা- রাসেদ আলম, মুহাম্মদ জাবিউল পিতা- উজাইর আহমদ নোয়াপাড়া, মুহাম্মদ শাহরিয়ার (রনি) পিতা- কামাল হোসেন, মুহাম্মদ এনায়েত উল্লাহ পিতা- আবুল খায়ের ঢেউয়াতলী, মুহাম্মদ নোমান পিতা- টিটু মিয়া মুকুন্দপুর, মুহাম্মদ সাইমন পিতা- শরীফুল ইসলাম বোয়ালিয়া সহ সর্বমোট ১১জন নতুন হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়েছে।
সংবাদ শিরোনাম
বরুড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১০:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- ৩৩৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ