
ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদ্য পদোন্নতি প্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ কামরুল হাসান সোহেল এর বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান এর বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ মে দুপুর দুইটায় বরুড়া রেড উইং রেষ্টুরেন্ট কনভেনশন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ কামরুলল হাসান সোহেল এর সহধর্মীনি ডাঃ তাহিয়া শারমিন স্বর্না। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মজুমদার, ডকটরস কমিউনিটি হসপিটাল এর এমডি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, ডাঃ নির্ঝড় ভৌমিক, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ খাদিজাতুল কোবরা ডাঃ কিবরিয়া, মোঃ শরিফ প্রমুখ
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ভাস্কর কিশোর মহালনবিশ ও মেডিকেল অফিসার ডাঃ নুরেন তাসকিন তুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত একটি অনুষ্ঠান আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরুড়া।