ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বরুড়ায় সন্ত্রাসী হামলা যুবক আহত

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় সন্ত্রাসী হামলায় সিয়াম এক যুবক আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দূর্বৃত্তের ছুরির আঘাতে সিয়ামে পেট কেটে যায়। সেখানে তা দয়টি সেলাই দিতে হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে পোম্বাইশ গ্রামের পূর্ব পাড়া (নোর বাড়ি) জাহাঙ্গীর এর বাড়িতে কিছু মেহমান আসেন। মেহমানের বহন করা মাইক্রোবাস কৃষ্ণপুর হয়ে আসার সময় এর নিচে পড়ে ২/১ একটি হাঁস মারা যাবার অভিযোগ এনে পেছন পেছন কয়েকজন ছেলে অটোরিকশা করে পোম্বাইশ আসেন। এ সময় কৃষ্ণপুরের লোকজন ও মেহমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তাদের মধ্যে সৃষ্ট ঝগড়া থামাতে গেলে দূর্বৃত্তরা সিয়ামকে আঘাত করে। এতে সিয়ামের পেট কেটে যায়। পরে সিয়ামকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার পেটে ১০টি সেলাই দেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

সিয়ামের বাবা মোঃ জসিম উদ্দিন বলেন, পোম্বাইশ গ্রামের নবুর বাড়ির জাহাঙ্গীর ভাইয়ের ছেলের শশুর বাড়ী থেকে আমাদের গ্রামে মেহমান কৃষ্ণপুর গ্রাম হয়ে আসার পথে মাইক্রোর চাপা পরে ৩/৪ টা হাস মারা গেছে অভিযোগ নিয়ে কৃষ্ণপুর গ্রামের কিছু সন্ত্রাসী ছেলে অটো করে অস্ত্রসহ এসে মেহমানদের সহ গ্রামবাসীর সাথে খুবই বাজে আচরন করে উঠিয়ে নিয়ে যাবে হুমকি দিতে ছিলো। আমরা জুমার নামাজ শেষে গ্রামবাসি বের হয়ে তাদের এর সঠিক বিছার করে দিবো বলে আশ্বস্ত করলেও তারা না মেনে, তাদের গ্রামে কল করে আরো একটি পিকাপে করে একদল সন্ত্রাসী এনে আমাদের গ্রামের পুরুষ এবং মহিলাসহ মেহমান দের সহ এলো পাথারি অস্ত্রসহ মারতে থাকে, এমনসময় আমার ছেলে এবং তার বন্ধুরা এসে থামানোর চেষ্টা করলে তাদেরকেও মারতে থাকে। এক পর্যায়ে আমার ছেলেকে ছুরিকাঘাতে আহত করে।আমার ছেলে এখন হসপিটালে। ১০ টি সেলাই লেগেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় তালগাছের চারা রোপন

SBN

SBN

বরুড়ায় সন্ত্রাসী হামলা যুবক আহত

আপডেট সময় ০৪:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় সন্ত্রাসী হামলায় সিয়াম এক যুবক আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দূর্বৃত্তের ছুরির আঘাতে সিয়ামে পেট কেটে যায়। সেখানে তা দয়টি সেলাই দিতে হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে পোম্বাইশ গ্রামের পূর্ব পাড়া (নোর বাড়ি) জাহাঙ্গীর এর বাড়িতে কিছু মেহমান আসেন। মেহমানের বহন করা মাইক্রোবাস কৃষ্ণপুর হয়ে আসার সময় এর নিচে পড়ে ২/১ একটি হাঁস মারা যাবার অভিযোগ এনে পেছন পেছন কয়েকজন ছেলে অটোরিকশা করে পোম্বাইশ আসেন। এ সময় কৃষ্ণপুরের লোকজন ও মেহমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। তাদের মধ্যে সৃষ্ট ঝগড়া থামাতে গেলে দূর্বৃত্তরা সিয়ামকে আঘাত করে। এতে সিয়ামের পেট কেটে যায়। পরে সিয়ামকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার পেটে ১০টি সেলাই দেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

সিয়ামের বাবা মোঃ জসিম উদ্দিন বলেন, পোম্বাইশ গ্রামের নবুর বাড়ির জাহাঙ্গীর ভাইয়ের ছেলের শশুর বাড়ী থেকে আমাদের গ্রামে মেহমান কৃষ্ণপুর গ্রাম হয়ে আসার পথে মাইক্রোর চাপা পরে ৩/৪ টা হাস মারা গেছে অভিযোগ নিয়ে কৃষ্ণপুর গ্রামের কিছু সন্ত্রাসী ছেলে অটো করে অস্ত্রসহ এসে মেহমানদের সহ গ্রামবাসীর সাথে খুবই বাজে আচরন করে উঠিয়ে নিয়ে যাবে হুমকি দিতে ছিলো। আমরা জুমার নামাজ শেষে গ্রামবাসি বের হয়ে তাদের এর সঠিক বিছার করে দিবো বলে আশ্বস্ত করলেও তারা না মেনে, তাদের গ্রামে কল করে আরো একটি পিকাপে করে একদল সন্ত্রাসী এনে আমাদের গ্রামের পুরুষ এবং মহিলাসহ মেহমান দের সহ এলো পাথারি অস্ত্রসহ মারতে থাকে, এমনসময় আমার ছেলে এবং তার বন্ধুরা এসে থামানোর চেষ্টা করলে তাদেরকেও মারতে থাকে। এক পর্যায়ে আমার ছেলেকে ছুরিকাঘাতে আহত করে।আমার ছেলে এখন হসপিটালে। ১০ টি সেলাই লেগেছে।