
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া থানা পুলিশ ২৫ সেপ্টেম্ব ২৩ ইং ঘোস্পা গ্রামের শামসুল হকের বসত ঘর থেকে ২০ কেজি উদ্বার করেছেন।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর পরিকল্পনা অনুযায়ী বিশেষ অভিযান চালিয়ে গালিমপুর ইউনিয়নের ঘোস্পা গ্রামের মোঃ শামসুল হকের বসত ঘরে তল্লাশি করে রাত আনুমানিক সোয়া চার টার দিকে নীল রংয়ের পলিথিন মোড়ানো পেকেটে পড়ে থাকা অবস্থায় ২০ কেজি গাজা উদ্বার করেন বরুড়া থানার এস, আই জুলহাস ও আলী মুর্তুুজা সহ সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামসুল হক পালিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, ঘোস্পা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামসুল হক (৪৫) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে আবদুল কুদ্দুছ (৪১) দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই/মোঃ জুলহাস উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করলে বরুড়া থানার এফআইআর নং-১৬, তারিখ- ২৫ সেপ্টেম্বর ২০২৩; জি আর নং-১৯৯, তারিখ- ২৫ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
এ বিষয় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, তাদের কে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদক নিয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।