মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (১১ ডিসেম্বর) বৃহত্তর লাকসাম মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লাকসাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বিভিন্ন কর্মসূচি পালন করে।
ওইদিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মনোহর আলী তোতার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়ে দৌলতগঞ্জ বাজার, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, উপজেলা সড়ক, রেলওয়ে জংশন গোলচত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মুক্ত দিবসের প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, পৌর প্রশাসন ও মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, শফিকুর রহমান, আইয়ুব আলী, মোঃ সিরাজ, মোস্তফা কামাল, আলী আশ্রাফ, সিরাজ মিয়া, মোঃ শহীদ, আবদুল আউয়াল, বিনোদন বিহারী, ইউনুস মিয়া, অহিদুর রহমান, জয়নাল আবেদীন, মোঃ ফয়েজ, মোজাম্মেল গার্ড, মুক্তিযোদ্ধা সন্তান নূরে আলম ভূঁইয়া টুটুল, মোজাম্মেল হক আলম, ডাক্তার মনির হোসেন, শাহাদাত হোসেন সুজন, কামরুজ্জামান ভুুঁইয়া রিয়াদ, কামরুজ্জামান জনি প্রমুখ।
সংবাদ শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর লাকসাম মুক্ত দিবস উদযাপন
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- ৩০৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ