বাংলা আমার মায়ের ভাষা
ভালোবাসার খনি,
বাংলা ভাষায় মা আমাকে
ডাকেন সোনা মণি।
বাংলা ভাষায় কথা বলি
মনের দুয়ার খুলে,
বাংলা ভাষায় মা মা ডেকে
সব দুঃখ যাই ভুলে।
মাতৃভাষায় মনের সুখে
ডাকে ভোরের পাখি,
মাতৃভাষা যতন করে
বুকে ধরে রাখি ।
আমার ভাষার জন্য যারা
দিয়ে গেলে প্রাণ,
তোমরা আমার মাথার মুকুট
তোমরা জাতির মান।