
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলাধীন পুরাতন মারিশ্যা এলাকার বাসিন্দা নাসিমা বেগম (৫০) নিহত ও ড্রাইবার সহ আরও ছয় জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার ৫.৪৫ ঘটিকায় খেদারমারা ইউনিয়ন দুরছড়ি থেকে ছেলের বিয়ের পাত্রী দেখে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড মাষ্টার পাড়া আসার পথে মোস্তুফা কলোনি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা পাহাড়ী ডালুতে নামার সময় চলন্ত অটোরিকশায় ঘুমান্ত অবস্থায় যাত্রী নাসিমা বেগম অটোরিকশা থেকে পড়ে যাওয়ার সময় ড্রাইভার নাসিমা বেগম কে নিয়ন্ত্রণের চেষ্টা কারলে স্টিয়ারিং থেকে হাত সরে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায় বলে জানা যায়।
এতে অটোরিকশা চালক ও যাত্রীগন গুরতর আহত হয়।
পরবর্তীতে এলাকার লোকজন তাদের কে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগম কে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, রেনু বেগম (৬০)
স্বামীঃ মকবুল ভান্ডারী, রাবেয়া আক্তার (৩৭), স্বামীঃ আব্দুল হালিম,
হালিমা বেগম (৬৫), স্বামীঃ মৃত মনসুর আহমদ, রিপা (৬), পিতাঃ আঃ হালিম, সালমা বেগম (৫৫), স্বামীঃ মির আহমেদ, চালক আঃ হালিম, পিতাঃ মোঃ দুলাল।
আহত ব্যক্তিদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।