আলম সামস, বাঙ্গরাবাজার থানা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিক্সা চার্জ করার অপরাধে একটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দ্রনাইল বাজারে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-১ বাঙ্গরা জোনাল অফিসের নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানার যৌথ অভিযানে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় ০৮/১০টি চার্জারসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঙ্গরা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: রেজাউল করিম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করা হচ্ছে।
আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাইট অপারেশন টিম ও বাঙ্গরা বাজার থানা পুলিশ যৌথ ভাবে চন্দ্রনাইল বাজারে শাহ আলমের গ্যারেজে অভিযান পরিচালনা করে অবৈধ বিদ্যুৎ সংযোগের সত্যতা পাই। আমরা তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করি এবং আলামত হিসেবে কিছু অটোরিক্সার চার্জার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।