
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি হাজী মোঃ শাহাদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুহাম্লিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, পরিষদ সহ অন্যান্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড মুসলিম গন উপস্থিত ছিলেন