ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব চিঠি দিবস

বিশ্ব চিঠি দিবস
শাহজালাল সুজন

 

সেপ্টেম্বরের এক তারিখে
চিঠি দিবস হয়,
আন্তর্জাতিক স্বীকৃতি রুপ
সুধী মহল কয়।

কলম আঁচড় খাতার পৃষ্ঠে
একই‌ সুতোয় টান,
সবাই মিলে চিঠি পড়তো
জুড়াতো মন প্রাণ।

মনের কথা লিখতো রাতে
চিঠির মধ্যে রোজ,
বিবর্তনের প্রেক্ষাপটে
নেইতো চিঠির খোঁজ।

ভার্চুয়াল আর নেট দুনিয়া
করে সদাই রাজ,
চিঠি লিখার সোনালী যুগ
কোথায় গেলো আজ?

ডাক পিয়নের আনাগোনা
কমে গেছে বেশ,
প্রযুক্তির এই নব ছোঁয়ায়
চিঠির প্রথা শেষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব চিঠি দিবস

আপডেট সময় ১১:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

বিশ্ব চিঠি দিবস
শাহজালাল সুজন

 

সেপ্টেম্বরের এক তারিখে
চিঠি দিবস হয়,
আন্তর্জাতিক স্বীকৃতি রুপ
সুধী মহল কয়।

কলম আঁচড় খাতার পৃষ্ঠে
একই‌ সুতোয় টান,
সবাই মিলে চিঠি পড়তো
জুড়াতো মন প্রাণ।

মনের কথা লিখতো রাতে
চিঠির মধ্যে রোজ,
বিবর্তনের প্রেক্ষাপটে
নেইতো চিঠির খোঁজ।

ভার্চুয়াল আর নেট দুনিয়া
করে সদাই রাজ,
চিঠি লিখার সোনালী যুগ
কোথায় গেলো আজ?

ডাক পিয়নের আনাগোনা
কমে গেছে বেশ,
প্রযুক্তির এই নব ছোঁয়ায়
চিঠির প্রথা শেষ।