কুমিল্লার বুড়িচংয়ে এক হাজার ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িচং থানার এসআই (নিরস্ত্র) মাহবুবুর রহমান খাদিম এবং সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানাধীন ০২ নং বাকশীমুল ইউনিয়নের ফকির বাজারস্থ ফকির বাজার স্কুল এন্ড কলেজের সামনে বাগড়া টু কুমিল্লাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসানো হয়। এসময় ০১টি প্রাইভেটকার হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পেন্নাই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জহির (৩৭) ও সিরাজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩১) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং- ১৪, ধারা- ৩৬(১) এর সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।