
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সেচ কমিটির বেঁধে দেওয়া পানির নির্ধারিত মূল্যে পানি বিক্রি না করে সেচ পাম্প মালিকেরা নিজেদের দেওয়া মুল্যে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় কৃষকেরা বিক্ষোভ, মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা ১নং এলুয়াড়ি ইউনিয়নের দামুদারপুর গ্রামে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষকরা বলেন, উপজেলা সেচ কমিটি উচু জমির জন্য একর প্রতি ৩ হাজার ৭ শত ও নিচু জমির জন্য ৩ হাজার ৫ শত টাকা নির্ধারণ করে দিয়েছে। অথচ স্থানীয় সেচ পাম্প মালিকেরা প্রতি একর ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পানির দাম নিচ্ছে। তাদের দেওয়া পানির দাম দিতে অস্বিকৃতি জানালে তারা জমিতে পানি দিবে না বলে হুমকি দেয়। এরই প্রতিবাদে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বরাবর অভিযোগ করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।