
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক ‘মুক্তির লড়াই, এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈশাখী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্তির লড়াই এর ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান এইচ এম জাকারিয়া জাকির, দৈনিক মুক্তির লড়াই ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোস্তাক আহমেদ খোকন, দৈনিক ভোরের আকাশ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমন, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তৌছির, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সামসুল আলম বাবু, মুক্তধারা সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম চৌধুরী, মুক্তধারা সাহিত্য অঙ্গনের সাধারণ সম্পাদক নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি জাকির হুসেন রাজা, আমিনুর রহমান ইয়ামিন প্রমূখ।
এসময় ব্যুরো প্রধান এইচ এম জাকারিয়া জাকির বলেন, মুক্তিকামী জনতার দৈনিক ‘মুক্তির লড়াই’ পত্রিকাটি বরাবরি মুক্তিকামী মানুষের কথা বলে, তিনি মুক্তির লড়াই পত্রিকার পাশে থেকে সকলকে সহযায়ীতা করার আহবান জানান।