ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস ভূইয়া বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) আসনে সকাল ৮ঃ৩ ০ থেকে শুরু হয়ে বিকাল ৪ঃ৩ ০ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোট গ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। পরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমানের নেতৃত্বে ভোট গননা সম্পন্ন হয়। উপ নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে বিএনপির সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়া (কলার ছড়ি) প্রতীকে ৪৪৯১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ( লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৯৬৩৫ ভোট।
সরাইল আশুগঞ্জ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ, ৭৩ হাজার, ১ শত ৪৮ জন। এরমধ্যে সরাইলে মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ ৪০ হাজার ৯ শত ৯ জন ও আশুগঞ্জে রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ২ শত ৩৯ জন।
সরাইলে ৮৪টি ও আশুগঞ্জ উপজেলায় ৪৮টিসহ সর্বমোট ১৩২ ভোট কেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, র্যাবের ১০টি টিম, ৪ প্লাটুন বিজিবি এবং ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য মোতায়েন ছিল । প্রতিটি ভোট কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন ছিল । এদের মধ্যে ১২ জন আনসার, দুইজন গ্রাম পুলিশ ও ৩ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল ।
উল্লেখ্যঃ
ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক দুইবারের সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। অন্য চার প্রার্থীরা হলেন সাবেক বিএনপির সাংসদ স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডঃ আব্দুল হামিদ (ভাসানী), আশুগঞ্জ বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ, জাকের পার্টির জহিরুল ইসলাম।