মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ৫০০০ টাকা সহ ১১ দফা দাবি বাস্তবায়ন এর লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে এসে জড়ো হয়েছেন হাজারো প্রতিবন্ধী ব্যাক্তি ও কয়েকটি সংগঠন। ১ জুন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল আকারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১ লক্ষ ২৬ হাজার ২৭২ কোটি টাকা। বাজেটে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা সহ সামাজিক নিরাপত্তা খাতে। কোন ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়নি। বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা মাসিক ৮৫০ টাকা, উচ্চ মূল্য বৃদ্ধির এই বাজারে যা খুবই অপ্রতুল, যা পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় খুবই কম। প্রতিবন্ধী নাগরিক সমাজ প্রতিবন্ধী মানুষ সহ সমাজের সফল পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের উন্নয়নে কোন উল্লেখযোগ্য বরাদ্দ না থাকায় তাদের চাওয়ার প্রতিফলন না ঘটায় এ বাজেট ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছেন।
কেবল তাই নয় প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের শিক্ষা নেতৃত্বে নানা বৈষম্যের শিকার হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও উপবৃত্তি মাত্র ৭৫০ টাকা থেকে ১৩০০ টাকা। যা প্রয়োজনে তুলনায় খুবই সামান্য ও উপরন্ত শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আরো প্রতিবন্ধী ব্যক্তি ভাতা পাচ্ছেন না। সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির নূন্যতম ২০০০ টাকা করা এবং সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও উপবৃত্তি ও ভাতা উভয়ই দেওয়ার দাবি জানাচ্ছে সংগঠনটি।
সংবাদ শিরোনাম
ভাতা বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে প্রতিবন্ধী নাগরিকদের মানববন্ধন
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- ১৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ