
সুক্রিয়া দাস
পরের বার কাউকে ভালবাসলে
তুমি পাহাড়কে ভালোবেসো,
তুমি চিৎকার করে বলবে ভালোবাসি…..
সেও বলবে তারস্বরে….
ভালোবাসি..ভালোবাসি..ভালোবাসি..
পরের বার কাউকে ভালোবাসলে
তুমি নদীকে ভালোবেসো,
তুমি যখন তার কানে কানে ফিসফিস করে বলবে ভালবাসো?
সে তার ছলাৎ ছলাৎ শব্দে বুঝিয়ে দেবে,
আমি তো তোমার খুবই সন্নিকটে আছি।
পরের বার যদি কাউকে ভালোবাসো
তবে তুমি ফুল কে ভালোবেসো,
তুমি যখন ফুলের সুগন্ধ নেবে বিভোর হয়ে,
পাপড়ি মেলে ফুল মুচকি হেসে বলবে ভালোবাসি গো তোমায় খুব ভালোবাসি…
পরের বার যদি খুব ইচ্ছে করে ভালোবাসতে,
তুমি তবে আকাশ কে ভালোবেসো,
তুমি যখন গাড় নীল আকাশের দিকে চেয়ে থাকবে,
নীল আকাশ টাও তোমার নীল আঁখির সমুদ্রে স্নান করে বলবে ভালোবাসি…তোমায় ভীষণ ভালোবাসি…..
পরের বার যদি সত্যি কাউকে ভালোবাসতে চাও?
তুমি বরং বৃষ্টিকে ভালোবেসো,
ফোঁটা ফোঁটা বৃষ্টি যখন তোমার গায়ে পড়বে,
তখন শিহরিত শরীর বলবে ভালোবাসো আমায়?
বৃষ্টির ফোঁটা লজ্জা পেয়ে বলবে কবে থেকেই তো ছিলাম শুধু তোমারই অপেক্ষায়??