বুধবার (২২মার্চ) সকালে টাঙ্গাইলের ভূঞাপুরে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে! উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেল্লাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গাবসারা ইউপি চেয়ারম্যান শাপলা আকন্দ, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল চকদার, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে সারাদেশে মোট ৩৯,৩৬৫ (উনচল্লিশ হাজার তিন শত পয়ষট্টি) টি পরিবারে ঘর প্রদান করা হয়। এতে ভূঞাপুর উপজেলায় মোট ৭২ টি পরিবার এই সুবিধা পেয়েছে।