
মোহাম্মাদ সোহেল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য্যলয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ই মে) ১২ টা সময় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নুরুল ইসলাম মোহন এ-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল (২ আসন) গোপালপুর-ভূঞাপুর এর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বিদ্যুৎ সাবেক মেয়র ভূঞাপুর পৌরসভা। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাবেক জেলা পরিষদ সদস্য ও সিএনজি অটোরিকশা সমিতির সভাপতি আজহারুল ইসলাম। ভূঞাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ম. আরিফুল হক আরজু। উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও সিএনজি অটোরিক্সা সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম (জাহিদ) গোবিন্দ্যাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, ফলদা ইউপি চেয়ারম্যান, সাইদুল ইসলাম দুদু মিঞা। গাবসারা ইউপি চেয়ারম্যান শাপলা। উক্ত অনুষ্ঠানে এমপি তানভীর হাসান ছোট মনির তার বক্তব্যে তুলে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আধুনিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে দলীয় নেতাকর্মীদেরকে সুসংগঠিত হতে হবে। এবং সোনার বাংলা গড়তে সকলকেই এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয়।