ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা Logo লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক-২ Logo রূপসায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় দ্বিতীয় দিনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo আমাদের উচিৎ বন্ধুত্ব লালন করা : যৌথ সংবাদ সম্মেলনে সি চিন পিং Logo চীনের অভূতপূর্ব সাফল্য বিশ্বকে অনুপ্রাণিত করেছে :‘ওয়াকিং ইন চায়না’ ইভেন্ট Logo সিএমজি রাশিয়া-চীনের মধ্যে সাংস্কৃতিক সেতু তৈরি করেছে Logo মস্কোর ক্রেমলিনে সি-পুতিন বৈঠক Logo মায়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ পাচারকারী আটক Logo পলাশবাড়ী এলজিইডি উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ Logo কুমিল্লায় জামায়াতে ইসলামী কর্তৃক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

ভূঞাপুরে কথিত “নতুন বাংলাদেশ ” দলের চেয়ারম্যান গ্রেপ্তার

ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি: দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকা ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আকবর হোসেন ফাইটনকে (৫০) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। তিনি নিজেকে নতুন বাংলাদেশ দলের চেয়ারম্যান বলে দাবি করেছেন।

গ্রেপ্তারকৃত ফাইটন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে।

সোমবার (৩ জুলাই) দুপুরে গ্রেপ্তার নতুন বাংলাদেশের চেয়ারম্যান আকবর হোসেন ফাইটনকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে ভূঞাপুর থানা পুলিশ।

এর আগে রবিবার (২ জুলাই) রাতে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, প্রতারণার একটি মামলায় সাজা ও আরো তিনটি মামলায় পরোয়ানা জারি হওয়ার পর আকবর হোসেন ফাইটন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে চলে যান। এরপর তার আর কোনো হদিস পাওয়া যায়নি। চারটি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশ গত ৩ মাস ধরে চেষ্টা চালিয়ে গেছে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, গত তিনমাস ধরে তার অবস্থান জানার জন্য চেষ্টা করা হয়। এরপর তার নাম ঠিকানা দিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। এরপর ভোটার আইডি কার্ড দিয়ে একটি মোবাইল নম্বর বের করা হয়। তিনি ওই পরিচয়পত্র দিয়ে একটি সিম কার্ড নিয়েছিলেন। পরে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। কিন্তু নারায়ণগঞ্জে ওই নম্বরটি একজন নারী ব্যবহার করেন। এক সময় ওই নারীর অধীনে ফাইটন ম্যানেজারের চাকরি করতো। পরে তার ব্যবহৃত সিম কার্ডটি রেখে কর্মচারীদের কয়েকমাসের বেতন নিয়ে পালিয়ে যান তিনি। এরপর ওই নারীকে দিয়ে নতুন করে ফাঁদ তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

এসআই ফরিদ আহমেদ আরো বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তার ফাইটন স্বীকার করেছেন সে নতুন বাংলাদেশ নামের একটি দল গঠন করেছেন। বর্তমানে উচ্চ আদালতে রিট পিটিশনে রয়েছে। সারাদেশে তার দলের কমিটি রয়েছে। হিরো আলম তার দলের প্রধান সদস্য। বগুড়া উপ-নির্বচনে হিরো আলমকে পোস্টার ছাপিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। সামনের জাতীয় নির্বাচনে হিরো আলম তার নতুন বাংলাদেশ দল থেকে নির্বাচন করবে বলে ও তিনি জানিয়েছেন। সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপসায় ওয়ার্ড কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা

SBN

SBN

ভূঞাপুরে কথিত “নতুন বাংলাদেশ ” দলের চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি: দীর্ঘ একযুগ ধরে পলাতক থাকা ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আকবর হোসেন ফাইটনকে (৫০) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। তিনি নিজেকে নতুন বাংলাদেশ দলের চেয়ারম্যান বলে দাবি করেছেন।

গ্রেপ্তারকৃত ফাইটন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে।

সোমবার (৩ জুলাই) দুপুরে গ্রেপ্তার নতুন বাংলাদেশের চেয়ারম্যান আকবর হোসেন ফাইটনকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে ভূঞাপুর থানা পুলিশ।

এর আগে রবিবার (২ জুলাই) রাতে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, প্রতারণার একটি মামলায় সাজা ও আরো তিনটি মামলায় পরোয়ানা জারি হওয়ার পর আকবর হোসেন ফাইটন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে চলে যান। এরপর তার আর কোনো হদিস পাওয়া যায়নি। চারটি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশ গত ৩ মাস ধরে চেষ্টা চালিয়ে গেছে। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, গত তিনমাস ধরে তার অবস্থান জানার জন্য চেষ্টা করা হয়। এরপর তার নাম ঠিকানা দিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। এরপর ভোটার আইডি কার্ড দিয়ে একটি মোবাইল নম্বর বের করা হয়। তিনি ওই পরিচয়পত্র দিয়ে একটি সিম কার্ড নিয়েছিলেন। পরে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। কিন্তু নারায়ণগঞ্জে ওই নম্বরটি একজন নারী ব্যবহার করেন। এক সময় ওই নারীর অধীনে ফাইটন ম্যানেজারের চাকরি করতো। পরে তার ব্যবহৃত সিম কার্ডটি রেখে কর্মচারীদের কয়েকমাসের বেতন নিয়ে পালিয়ে যান তিনি। এরপর ওই নারীকে দিয়ে নতুন করে ফাঁদ তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

এসআই ফরিদ আহমেদ আরো বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তার ফাইটন স্বীকার করেছেন সে নতুন বাংলাদেশ নামের একটি দল গঠন করেছেন। বর্তমানে উচ্চ আদালতে রিট পিটিশনে রয়েছে। সারাদেশে তার দলের কমিটি রয়েছে। হিরো আলম তার দলের প্রধান সদস্য। বগুড়া উপ-নির্বচনে হিরো আলমকে পোস্টার ছাপিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। সামনের জাতীয় নির্বাচনে হিরো আলম তার নতুন বাংলাদেশ দল থেকে নির্বাচন করবে বলে ও তিনি জানিয়েছেন। সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।