মরা গরুর মাংস বিক্রির দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী (কসাই) উপজেলার গোবিন্দাসী গ্রামের হামিদ মন্ডলের ছেলে হাসমত (৪৪)।
শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার অলোয়া মিঞা বাড়ি মোড়ে ৫শত টাকা দরের মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে প্রশাসনকে অবহিত করে। পরে ঘটানাস্থলে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। মাংস ব্যবসায়ীকে আটক করা হলে মরা গরুর মাংস বিক্রির বিষয়টি স্বীকার করে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এরআগে সে ১শ ৫০ কেজি মরা গরুর মাংস বিক্রি করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রির খবর পেয়ে ভেটেনারী সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। মরা গরুর মাংস বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।