
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: শনিবার (২৪ জুন) বিকালে টাঙ্গাইল ভূঞাপুরে ইব্রাহিম খাঁ সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির (গোপালপুর ভূঞাপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলার ফলদা ইউপি চেয়ারম্যান দুদু মিঞা, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, (সাধারণ সম্পাদক) ভূঞাপুর বাজার বণিক সমিতি। উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।