
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বীরহাটি রেলক্রসিং থেকে বাহাদীপুর রেল ক্রসিং পর্যন্ত বাইপাস রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩ টায় সময় বাইপাস রাস্তার উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম.আলিউল হোসেন নির্বাহী প্রকৌশলী টাংগাইল সড়ক বিভাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল (২ আসন) গোপালপুর -ভূঞাপুর এর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম. বেলাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুর, ফরিদুল ইসলাম অফিসার ইনচার্জ ভূঞাপুর, ম. নুরুল ইসলাম তালুকদার মোহন সহসভাপতি উপজেলা আওয়ামীলীগ। মনিরুল ইসলাম বাবু ভাইস চেয়ারম্যান ভূঞাপুর, তাহেরুল ইসলাম তোতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভুঞাপুর উপজেলা আওয়ামীলীগ। আজহারুল ইসলাম সাবেক সদস্য জেলা পরিষদ টাঙ্গাইল। আরিফুল হক আরজু সাধারণ সম্পাদক ভুঞাপুর বাজার বণিক সমিতি। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত উদ্ভোধন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী লুইপা।