ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৭ জন স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের কর্মী-সমর্থক আহত হয়েছে। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার সকালে ঘোষেরহাট বাজারে প্রচার-প্রচারণার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে অভিযুক্ত আলমগীর হাওলাদার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে বিষয়টি স্বীকার করে বলেন নৌকার দুইজন সমর্থক আহত হয়েছেন ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের দুই জন কর্মী আহত হয়েছে তবে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের দাবি তার সাতজন কর্মী আহত হয়েছেন তবে দুলারহাট থানা ওসি সততা নিশ্চিত বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নিবো