কুমিল্লার মনোহরগঞ্জ হাটিরপাড় গ্রামে শতাধিক প্রযাক্রম হাজারো অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেহরি, ইফতার ও অগ্রিম ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড় গ্রামে এইচ-পি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‘সহানুভূতি নয়; দায়িত্ব বোধ থেকে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘হাটিরপাড় (এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঐ গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে গরু জবাই করে গোসত, চাল, ডাল, তেল, ছোলাবুট, অগ্রিম ঈদের সেমাই, চিনি, সহ নিত্যপ্রয়োজনীয় নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে পরিবারগুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, হাটিরপাড় (এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মোঃ রুহুল আমিন সাহেব (সৌদি আরব প্রবাসী)। এসময় আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা জনাব সৈয়দ আহমদ সাহেব(সৌদি আরব প্রবাসী), হাজী মোঃ এনায়েত উল্লাহ। পরে সংস্থার দায়িত্বশীলবৃন্দগণ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাজী মোঃ আলী আকবর বিশিষ্ট সমাজসেবক, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মীলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান,আরো উপস্থিত ছিলেন সদস্য মোঃ হেদায়েতুল্লাহ, অনিক ঠাকুর, সহ প্রবাসে ও দেশের বিভিন্ন জায়গায় থাকা সংগঠনের সকল সদস্যবৃন্দগণ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব মোঃ রবিউল আলম, সভাপতি মোঃ রশিদ আলম, পরিচালক কমিটির প্রধান কেফায়েতুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।
এসময় হাটিরপাড়(এইচ-পি) সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মোঃ রুহুল আমিন সাহেব জানান, সংস্থার সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও এইচ-পি সমাজ কল্যাণ সংস্থা পরিবারের সদস্যদের বিশেষ সহযোগিতায় আমরা এলাকার গরিব, অসহায় ও দরিদ্র পরিবারকে একটু সহযোগিতার উদ্যোগ নিয়েছি। আসন্ন রমজান মাসে এ লোকগুলো যাতে একটু সহজে এবাদত-বন্দেগী করতে পারে সে জন্যই আমাদের এ প্রয়াস। সবাই সবার অবস্থান থেকে আশেপাশের অসচ্ছল লোকদের পাশে দাঁড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
সংবাদ শিরোনাম
মনোহরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
- লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
- আপডেট সময় ০২:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- ১৬৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ