সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের দায়ে এক যুবককে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ মে) সরাইল সদরের কুট্রাপাড়া গ্রামের জিনহাটি এলাকায় আকরাম মিয়া (২৬) নামের এক যুবক কে ১ বছরের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন এই আদেশ দেন।
সরাইল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুট্রাপাড়া জিনহাটি এলাকায় আকরামসহ কয়েকজন যুবক মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. স. ম আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মো. আকরাম হোসেন নামের যুবককে গ্রেপ্তার করেন।
পরে পুলিশ তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক সেবনের কথা স্বীকার করে আকরাম। ফলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন আকরাম কে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। পুলিশ আকরামকে জেলহাজতে প্রেরণ করেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে থাকবে। সরাইলে কোন মাদক সেবনকারী বা মাদক কারারির জায়গা নেই।