ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ Logo নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  Logo লাকসাম গোবিন্দপুরে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ Logo শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি Logo বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার

মানসা কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

নাহিদ জামান, খুলনা

ফকিরহাটের মানসায়, জাগ্রত কালী মন্দির অবস্থিত। বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের মানুষ এই জাগ্রত মন্দিরের ভক্ত। স্বনাতন ধর্মালম্বীগন প্রাচিন কাল থেকে এখানে প্রতি বছর কালী পুজা, দুর্গা পুজা, ভক্তবৃন্দের মানত সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান জাকজমকপুর্ন ভাবে পালন করে আসছে। কলি যুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে অসত্য ও অধর্মের করাল কষাঘাতে নিষ্পেশিত। অর্থবিত্ত ও লোভের বশবর্তী হয়ে মানুষ মানুষে হিংসা, বিদ্বেষ, মারামারি ও হানাহানিতে পৃথীবির মানুষ অশান্তির পঙ্কিল আবর্তে নিমজ্জিত হচ্ছে। বর্তমানে এ বিশ্ব চরাচরে জীব সকলে অশান্তি, শোক, দুঃখ এবং সেবাধর্ম পালন তথা কলির জীবন উদ্ধারের অবলম্বন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শ কে পাথেও করে জাতী বর্নের বিভেদ ভুলে গিয়ে প্রেমময় পুর্ন পথে ধাবিত করার লক্ষে কৃষ্ণস্ত্ত ভগবান স্বয়মৃ প্রথম বার্ষিকী অনুষ্ঠান বাংলাদেশ ও বিশ্বমানবের কল্যান মুক্তি, বিশ্বশান্তি ও দেশমাতৃকার শান্তি কামনায় মানসা কালী মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে ২৭,২৮, ২৯ মে সোম, মঙ্গল, ও বুধবার অরন্যদয় থেকে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যঞ্জানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন, কুমারী আশালতা সাতক্ষীরা।

নাম রসামৃত পরিবেশনা করে শ্রীমন মহাপ্রভু সম্প্রদায় ভারত মাদারিপুর, শ্রী নন্দন সম্প্রদায় ঢাকা, শ্রী শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় মাদারিপুর, প্রভুজি সম্প্রদায় গোপালগঞ্জ, জয় মা অষ্টসখী সম্প্রদায় খুলনা, শ্রী গৌরঙ্গ সম্প্রদায় সাতক্ষীরা, শ্রীশ্রী গনেশ পাগল সম্প্রদায় খুলনা।
অনুষ্ঠানে প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ১০ টা পযন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়।
৩০ মে বৃহস্পতিবার প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা দধি মঙ্গল মধাহ্নে শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহোৎসবের প্রসাদ বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম

SBN

SBN

মানসা কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

নাহিদ জামান, খুলনা

ফকিরহাটের মানসায়, জাগ্রত কালী মন্দির অবস্থিত। বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের মানুষ এই জাগ্রত মন্দিরের ভক্ত। স্বনাতন ধর্মালম্বীগন প্রাচিন কাল থেকে এখানে প্রতি বছর কালী পুজা, দুর্গা পুজা, ভক্তবৃন্দের মানত সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান জাকজমকপুর্ন ভাবে পালন করে আসছে। কলি যুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে অসত্য ও অধর্মের করাল কষাঘাতে নিষ্পেশিত। অর্থবিত্ত ও লোভের বশবর্তী হয়ে মানুষ মানুষে হিংসা, বিদ্বেষ, মারামারি ও হানাহানিতে পৃথীবির মানুষ অশান্তির পঙ্কিল আবর্তে নিমজ্জিত হচ্ছে। বর্তমানে এ বিশ্ব চরাচরে জীব সকলে অশান্তি, শোক, দুঃখ এবং সেবাধর্ম পালন তথা কলির জীবন উদ্ধারের অবলম্বন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শ কে পাথেও করে জাতী বর্নের বিভেদ ভুলে গিয়ে প্রেমময় পুর্ন পথে ধাবিত করার লক্ষে কৃষ্ণস্ত্ত ভগবান স্বয়মৃ প্রথম বার্ষিকী অনুষ্ঠান বাংলাদেশ ও বিশ্বমানবের কল্যান মুক্তি, বিশ্বশান্তি ও দেশমাতৃকার শান্তি কামনায় মানসা কালী মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে ২৭,২৮, ২৯ মে সোম, মঙ্গল, ও বুধবার অরন্যদয় থেকে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যঞ্জানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন, কুমারী আশালতা সাতক্ষীরা।

নাম রসামৃত পরিবেশনা করে শ্রীমন মহাপ্রভু সম্প্রদায় ভারত মাদারিপুর, শ্রী নন্দন সম্প্রদায় ঢাকা, শ্রী শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় মাদারিপুর, প্রভুজি সম্প্রদায় গোপালগঞ্জ, জয় মা অষ্টসখী সম্প্রদায় খুলনা, শ্রী গৌরঙ্গ সম্প্রদায় সাতক্ষীরা, শ্রীশ্রী গনেশ পাগল সম্প্রদায় খুলনা।
অনুষ্ঠানে প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ১০ টা পযন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়।
৩০ মে বৃহস্পতিবার প্রভাতে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা দধি মঙ্গল মধাহ্নে শ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহোৎসবের প্রসাদ বিতরণ করা হবে।