মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জন শিশু নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়ির সুরুজ মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই বাড়ির সালাম মিয়ার দুই মেয়ে আমেনা খাতুন(১২) ও সামিয়া আক্তার (৬), অপর শিশুটি একই বাড়ির কাউছার মিয়ার মেয়ে শিশু সাদিয়া আক্তার (৭) মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের কাছ থেকে জানা যায়, দুপুর বেলা গোসল করতে গিয়ে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে দেখে পুকুর ঘাটে শিশুদের জুতা পরে আছে। তারপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ বিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্হল থেকে তাদের বিস্তারিত জেনেছেন। এরা গোসল করতে গিয়ে নিহত হয়েছেন। তিন শিশু নিহতের বিষয়টি খুবই হৃদয় বিদারক।