মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছাত্রী ও সাধারণ মানুষ। শনিবার সকাল এগারোটা থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভে সাধারন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিক্ষোভ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়ক, কোম্পানীগঞ্জ- নবীনগর সড়ক ও কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে যানচলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।
এসময় আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবী করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলন চলাকালে সড়কে জরুরি এম্বুলেন্স গুলোকে শিক্ষার্থীরা নিজেরা সহযোগিতা করে চলাচলের ব্যবস্থা করেন।