অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বাগেরহাটের মোংলায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১টায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন ৬’নং ওয়ার্ডের দামেরখন্ড মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদ মোংলা থানার দ্বিবার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র।
পূজা উদযাপন পরিষদ মোংলা উপজেলার আয়োজনে মোংলা শাখার আহ্বায়ক বিপুল মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ দের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহসভাপতি এ্যাড. তাপস কুমার পাল।
এ সম্মেলনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ হতে পারে না। মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। ধর্মীয় অনুষ্ঠানগুলো কেনো পুলিশ প্রশাসন দিয়ে পরিচালনা করতে হবে। কে হিন্দু? কে মুসলমান? কে বৌদ্ধ? কে খ্রিস্টান? এ রকম পরিচয়ে আমরা বাঁচতে চাইনা। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য শম্ভুনাথ রায়, খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মধুসূদন দাম, সিনিয়র সহ-সভাপতি অম্বরীশ রায়, সহ-সভাপতি বাবুল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অচিন কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার দাশ, ঐক্য পরিষদ বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এ্যাড. মিলন ব্যানার্জী প্রমুখ।
পরবর্তীতে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের মোংলা উপজেলার ৬’টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক’সহ কাউন্সিলরদের ভোটে বিপুল মন্ডল’কে সভাপতি ও পলাশ দে’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।