মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাকসাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার ২৯ নভেম্বর সকালে মনোহরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার উজালা রানী চাকমা ও দুপুরে লাকসাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আবদুল হাই সিদ্দিকীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।মনোনয়নপত্র জমাদান শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন,
যখনই জনগণের সরকার ক্ষমতায় এসেছে দেশের উন্নতি হয়েছে
আমরা জনগণকে সাথে নিয়ে সংবিধান অনুযায়ী ক্ষমতায় এসেছি। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কারনেই দেশ আজ উন্নয়নের শিখরে পৌছেছে। এদেশে যারাই অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে রাষ্ট্র তখন পিছিয়েছে। আমরা মনে করি শেখ হাসিনার নেতৃত্বে দেশ সাংবিধানিকভাবে পরিচালিত হচ্ছে এবং তার মাধ্যম দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও আমাদের সাংবিধানিক সরকারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং দেশের মানুষের সকল আশা পূরণ হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অহিদুর রহমান, এড আবু তাহের, সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, ফেবিয়ান গ্রুপের পরিচালক মোঃ মাহিদুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শামিম, ওমর ফারুক, ইমাম হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।